করোনা আক্রান্ত সমালোচিত মডেল সানাই মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানে আইসিইউতে আছেন সানাই।
আজ শুক্রবার (৭ই আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন সানাইয়ের বড় ভাবি। তিনি বলেন, সানাইয়ের অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে সানাই বলেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ই আগস্ট) ফলাফল এসেছে আমি করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ।
উল্লেখ্য, দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মালায়লাম ছবিতে কাজ করেছেন সানাই। মালায়লাম ছবির নাম ‘ব্রাহ্মণকৃষ্ণা’। এই ছবিতে আইটেম গানে নাচ করেছেন তিনি।